শহুরে ইঁদুর ও গ্রাম্য ইঁদুর

একদা এক গ্রামে একটি ইঁদুর বাস করতো। তার এক শহরের ইঁদুরের সাথে বন্ধুত্ব হলো। একদিন গ্রাম্য ইঁদুর তার বাসায় শহুরে ইঁদুরকে দাওয়াত দিলো।

শহুরে ইঁদুর যথাসময়ে দাওয়াত খেতে গ্রাম্য ইঁদুরের বাসায় গেলো। গ্রাম্য ইঁদুর তাকে ধান ও ভুট্টা খেতে দিলো। এমন সাদামাটা খাবার খুব কষ্ট করে খেলো শহুরে ইঁদুর।

বাসায় ফেরার সময় সে গ্রাম্য ইঁদুরকে তার বাসায় দাওয়াত দিলো।

বললো, “আগামীকাল আমার বাসায় রাতের খাবারের দাওয়াত নাও। দেখো, কত মজার মজার খাবার দিয়ে তোমাকে আপ্যায়ন করি।”

গ্রাম্য ইঁদুর দাওয়াত গ্রহণ করলো। পরেরদিন গ্রাম্য ইঁদুর শহুরে ইঁদুরের বাসায় গেলো। গিয়ে দেখলো, বিশাল বড় বাড়ি। সেইসাথে টেবিল ভর্তি নামিদামি খাবার সাজানো।

গ্রাম্য ইঁদুর অবাক হয়ে খাবারগুলো দেখতে থাকলো। শহুরে ইঁদুর বললো, “এসো, খাওয়া শুরু করি।”

যেই না তারা খাবার মুখে দিতে গেলো অমনি এক লোক খাবার ঘরে ঢুকলো। শহুরে ইঁদুর বললো, “খাবার রাখো, আমাদের এখুনি লুকাতে হবে।”

কিছুক্ষণ পরে লোকটি চলে গেলো, তারা আবার খাওয়া শুরু করলো। আবার আরেকজন আসলো, এবারো খাবার রেখে শহুরে ও গ্রাম্য ইঁদুর লুকিয়ে গেলো।

কয়েকবার এমন ঘটনা ঘটলো।

“থাক, বন্ধু। আমি এত নামিদামি খাবার খেতে চাইনা। আমার ধান, ভুট্টাই ভালো। আরাম করে বসে আমি সেগুলো খেতে পারি।”, এই বলে গ্রাম্য ইঁদুর বাসায় চলে গেলো।

বাসায় গিয়ে সে আরাম করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো।

শিক্ষা: নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত