একদিন এক মহিলা তার ভেড়ার পাল দেখাশোনার জন্য একটি রাখাল খুঁজছিলো।
এক ভালুক রাখালের চাকরির জন্য মহিলাটির কাছে আসলো। মহিলা বললো, “তুমি পারবে, ভেড়া চড়িয়ে ঠিকভাবে বাসায় আনতে?”
ভালুক বললো, “অবশ্যই পারবো, ম্যাডাম। আমাকে একটা সুযোগ দিয়েই দেখেন।”
মহিলাটি ভালুককে সুযোগ দিলো। ভেড়াদের কাছে ডাকার জন্য ভালুকটি জোরে একটি চিৎকার দিলো।
ভালুকের চিৎকার শুনে ভেড়াগুলো বেশ ভয় পেলো। তারা ভালুকের কাছে আসার পরিবর্তে আরো দূরে পালিয়ে গেলো।
এবারে রাখালের চাকরির জন্য একটি নেকড়ে আসলো। তার সাথেও একই ঘটনা ঘটলো।
এরপর একটি শিয়াল এসে মহিলাটিকে বললো, “আমাকে রাখাল হিসেবে নিযুক্ত করুন, ম্যাডাম। আমি এই কাজের জন্য একেবারে উপযুক্ত।”
মহিলাটি তাকে বললো, “ঠিক আছে, ভেড়াগুলোকে বাসা এনে দেখাও।”
চালাক শিয়াল রাখালের মতো একটি পোশাক পরে ভেড়ার পালের কাছে গেলো এবং তাদের সুন্দর করে বাসায় ফিরে আসতে বললো।
ভেড়ার পাল বাসায় ফিরে আসলো। মহিলাটি শিয়ালকে রাখাল হিসেবে নিযুক্ত করলো।
শিয়ালটি বেশ খুশি হলো। মনে মনে বললো, “বোকা, ম্যাডাম! কাল সকালে ভেড়া চড়াতে গিয়েই তো আমি সব ভেড়া খেয়ে শেষ করে দিবো।”
পরেরদিন ভেড়া চড়াতে গিয়ে শিয়াল ভেড়াগুলো খেতে শুরু করলো। মহিলাটি তা দেখে ফেললো।
লাঠি দিয়ে মারতে মারতে মহিলাটি তাকে এলাকা থেকে বিতাড়িত করলো।
শিক্ষা: অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়