একদা এক বনে শিয়াল ও নেকড়ে বাস করতো। একদিন তাদের মধ্যে ঝগড়া লাগলো। নেকড়ে শিয়ালকে বললো, “তুমি সবাইকে ধোঁকা দিয়ে কাজ করিয়ে নাও। তুমি প্রতারক।”
প্রত্যুত্তরে শিয়াল বললো, “আমি চালাক। আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে সকলের কাছ থেকে কাজ উদ্ধার করি। আমি কারো সাথে প্রতারণা করিনা। প্রতারণা তুমি করো।”
নেকড়ে বললো, “চলো তাহলে, ফয়সালা হয়ে যাক। কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে।” শিয়াল বললো, “ঠিক আছে, চলো।”
বিচারের জন্য তারা বানরের কাছে গেলো এবং সব খুলে বললো। বুদ্ধিমান বানর বললো, “উম্ম… নেকড়ে তো অনেক বড় একটা মিথ্যা কথা বলেছে।”
একথা শুনে শিয়াল বেশ খুশি হলো। বানর আবার বললো, “কিন্তু শিয়াল, তুমিও কিন্তু সত্য বলোনি। কারণ তুমি চালাক না, তুমি ধূর্ত স্বভাবের। তাই তোমাদের দুইজনকেই জেলে বন্দী করা হবে।”
বানরের কথা শুনে শিয়াল ও নেকড়ে সিদ্ধান্ত নিলো, তারা আর ঝগড়া করবে না। বরং তারা আজ থেকে বন্ধু হয়ে থাকবে।
শিয়াল ও নেকড়ে বানরকে বললো, “দয়া করে আমাদেরকে জেলে বন্দী করো না। আমরা আজ থেকে আর ঝগড়া করবো না।”
শিক্ষা: ঝগড়াঝাঁটি না করে, মিলেমিশে থাকা উচিত