শেয়ারিং ইজ কেয়ারিং

এক গ্রামে এক কৃপণ লোক বাস করতো। সে কারো সাথে কিছু শেয়ার করতো না তবুও তার মনে কোনো শান্তি ছিলো না। একদিন কৃপণ লোকটির গ্রামে এক সাধু আসলেন।

সাধুকে সবাই খাবার খেতে দিলো। কিন্তু সাধু সেগুলো খেলেন না। তিনি সেগুলো পশুপাখিদের খাওয়ালেন।

কৃপণ লোকটি বেশ অবাক হলো। সে সাধুকে জিজ্ঞেস করলো, “সাধু, আপনি তো আপনার সব খাবার পশুপাখিদের খাওয়ায়ে দিচ্ছেন। তাহলে আপনি কী খাবেন?”

সাধু উত্তর দিলেন, “কাউকে পেট ভরে খাওয়ালে অনেক প্রশান্তি পাওয়া যায়। এবং তারাও আমাদের জন্য মন খুলে দোআ করে।”

একথা শুনে কৃপণ লোকটি তার মন অশান্ত থাকার কারণ বুঝতে পারলো। তাই সেইদিন থেকে সে তার খাবার ও জিনিসপত্র সবার সাথে শেয়ার করতো।

ধীরে ধীরে তার জীবনে শান্তি ফিরে আসলো।

শিক্ষা: অন্যকে সাহায্য করলে মন ভালো থাকে