একদিন এক বাবা তার ছেলেকে গাধার পিঠে বসিয়ে নদীর পাশ দিয়ে যাচ্ছিলো। পথে একটি মেয়ে তাদের দেখে বেশ অবাক হলো।
মেয়েটি বললো, “বাবা হেঁটে যাচ্ছে আর ছেলে গাধার পিঠে বসে আরামে যাচ্ছে! কী নির্লজ্জ ছেলে!”
একথা শুনে ছেলেটি গাধার পিঠ থেকে নেমে গেলো এবং তার বাবাকে গাধার পিঠে বসতে বললো। কিছুদূর যাওয়ার পর তাদের এক লোকের সাথে দেখা হলো।
লোকটি বললো, “ছেলেকে কষ্ট করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে আরাম করে গাধার পিঠে বসে আছে।”
লোকটির কথা শুনে বাবা গাধার পিঠ থেকে নেমে ছেলের সাথে হাঁটতে শুরু করলো।
এবার তাদের সাথে আরেকটি লোকের দেখা হলো। সে তাদের দেখে বললো, “তোমরা গাধাটিকে কত হাঁটাচ্ছো!”
একথা শুনে তারা গাধার পাগুলো একটি কাপড়ে বেঁধে তাকে ঘাড়ে করে নিয়ে যেতে লাগলো।
গাধার ভার সহ্য করতে না পেরে কাপড়টি আস্তে আস্তে ঢিলা হতে থাকলো এবং গাধাটি নদীতে পড়ে গেলো।
গাধাকে হারিয়ে বাবা-ছেলে হতাশ হয়ে বাসায় ফিরে আসলো।
শিক্ষা: সকলকে খুশি করার চেষ্টা করা বোকামি