৭ বছর বয়সী ছেলে রবিন। সে বাবা-মা ও গুরুজনদের সব কথা শোনে। তাই সবাই তাকে অনেক ভালোবাসে।
একদিন রবিন রাস্তায় একটি মানিব্যাগ পড়ে পেলো। মানিব্যাগটি তুলে দেখলো সে।
মানিব্যাগের ভেতরে রবিন কিছু টাকা ও মালিকের ফোন নাম্বার পেলো। সেই নাম্বারে ফোন করে সে মানিব্যাগটি নিয়ে যেতে বললো।
মানিব্যাগের মালিক মানিব্যাগটি নিতে আসলে টাকাসহ সব জিনিস রবিন তাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলো।
লোকটি খুব খুশি হলো এবং রবিনকে একটি সুন্দর পেন্সিল বক্স উপহার দিলো। রবিন বাসায় এসে মাকে সব খুলে বললো।
রবিনের ভালো কাজে মা-ও খুব খুশি হলেন এবং আদর করে রবিনকে বুকে জড়িয়ে ধরলেন।
শিক্ষা: সততার সাথে কাজ করলে সকলের ভালোবাসা পাওয়া যায়