সন্তানগর্ব

একদা এক গৃহস্থের পাকা বাড়িতে এক পোষা পায়রা একটা খোপে বাস করতো। তার খুব অহঙ্কার ছিল।

সে একদিন তার প্রতিবেশী এক কাককে বুক ফুলিয়ে বললো, “আমার মত এত সন্তান-সন্ততি আর কার আছে?”

কাকটি এই কথা শুনে পায়রাকে বললো, “বন্ধু, এতে এত আনন্দ করবার কি আছে? এতে গর্ব করবার কিছুই নেই। তোমার সন্তান-সন্ততি যত বাড়বে, ততোই তোমার দুঃখ বাড়বে—বন্দীদের সংখ্যা বাড়িয়ে কি লাভ?

উপদেশ: বন্দীদের বংশবৃদ্ধি দুঃখের কারণ।