সবার সুখে

জসীমউদ্‌দীন

সবার সুখে হাসব আমি

          কাঁদব সবার দুখে,

নিজের খাবার বিলিয়ে দেব

          অনাহারীর মুখে।

আমার বাড়ির ফুল-বাগিচা,

          ফুল সকলের হবে,

আমার ঘরে মাটির প্রদীপ

          আলোক দিবে সবে।

আমার বাড়ি বাজবে বাঁশি,

          সবার বাড়ির সুর,

আমার বাড়ি সবার বাড়ি

          রইবে না ক দুর।