লিজা একজন দায়িত্বশীল শিক্ষক। তিনি সর্বদা সময়মতো ক্লাসে আসেন, শিক্ষার্থীদের পড়া বোঝাতে পর্যাপ্ত সময় দেন।
শিক্ষার্থীরা কোনো সমস্যা পড়লে লিজা নিজে থেকে তা সমাধান করার চেষ্টা করেন। তবুও শিক্ষার্থীরা তাঁর সাথে মিশে না, তাঁকে এড়িয়ে চলে।
কেনো শিক্ষার্থীরা লিজার থেকে দূরে দূরে থাকে, একদিন তিনি সেই কারণ খুঁজতে শুরু করলেন।
অন্যান্য শিক্ষকদের ক্লাস কার্যক্রম খেয়াল করলেন শিক্ষক লিজা। দেখলেন, তিনি শিক্ষার্থীদের সাথে কড়াকড়ি করেন বলে শিক্ষার্থীরা তাঁর থেকে দূরে দূরে থাকে।
শিক্ষক লিজা নিজেকে বদলাতে চেষ্টা করলেন। শিক্ষার্থীরাও ধীরে ধীরে তাকে পছন্দ করতে লাগলো, অন্য শিক্ষকদের মতো তাঁর সাথেও বেশি বেশি সময় কাটাতে শুরু করলো।
অতঃপর তিনি বুঝতে পারলেন, সম্মান জোর করে আদায় করা যায় না। সম্মান অর্জন করতে হয়।
শিক্ষা: অন্যের সাথে ভালো ব্যবহার করলে সম্মান পাওয়া যায়