সহিস ও তার ঘোড়া

এক যে ছিল ঘোড়া। তার ছিল এক সহিস। সহিসটি এক মনিবের অধীনে ঘোড়ার পরিচর্যা করার চাকরি করতো।

সহিসের মাথায় একদিন দুর্বুদ্ধি চাপল। সে ঘোড়াটির দৈনিক খাবারের কিছু অংশ গোপনে বিক্রি করে দিয়ে বেশ কিছু টাকা লাভ করতে লাগল প্রতিদিন। ফলে ঘোড়া খাবার না পেয়ে ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ল।

বলা বাহুল্য, মনিবটিকে দেখিয়ে দেখিয়ে সে নিয়মিত ঘোড়টাকে ভাল করে দলাই-মালাই করে যেতে লাগল। আর ঘোড়াটার জৌলুশ বজায় রাখবার জন্যে বেশ ভাল করেই তার পরিচর্যা করতো।

ফলে মনিবের মনে কোনো সন্দেহের উদ্রেকই হল না।

এদিকে ঘোড়াটা দিনদিন দুর্বলই হতে লাগল। আর সহিস আগের চেয়ে আরও জোরে জোরে এবং বেশিক্ষণ ধরে ঘোড়াটার দলাই-মালাই চালিয়ে যেতে লাগল। দুর্বল শরীরে ঘোড়াটার এতে বেশ কষ্ট হতে লাগল।

এবার ঘোড়াটার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। তাই সে একদিন বাধ্য হয়েই বলল-

“ভাই, আমাকে যদি সুশ্রী আর সবল করতে চাও, তাহলে আমায় ভালমত খেতে দিয়ে তবেই দলাই-মালাই কর। আধপেটা খাইয়ে দলাই-মালাইয়ে কি কোনো ঘোড়াকে সুদর্শন করা যায়!”

উপদেশ: শরীর ভাল করতে হলে যেমন ব্যায়াম প্রয়োজন, তেমনি পুষ্টিকর খাদ্যও পেট ভরে খেতে হয়।