এক রাজার তিন রাজপুত্র ছিলো। একদিন হঠাৎ রাজা অসুস্থ হয়ে পড়লেন। রাজপুত্ররা তাঁকে সুস্থ করার জন্য বেশ অস্থির হয়ে উঠলেন।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঋষি মনীষীদের ডেকে পাঠালেন রাজপুত্ররা। কিন্তু কেউই রাজার অসুখের কোনো চিকিৎসা দিতে পারছিলেন না।
এদের মধ্যে এক বয়স্ক মনীষী রাজার সুস্থতার উপায় বললেন, “রাজপুত্ররা, তোমরা অমৃত খুঁজে নিয়ে এসো। মহারাজকে অমৃত খাওয়ালেই তিনি সুস্থ হয়ে উঠবেন।”
রাজপুত্ররা অমৃত খুঁজতে বের হলেন। ব্যর্থ হয়ে বড় ও মেজো রাজপুত্র খালি হাতে রাজপ্রাসাদে ফিরে আসলেন।
কিন্তু রাজার ছোট ছেলে, ইভান বেশ সাহসিকতার সাথে সকল প্রতিবন্ধকতার মোকাবেলা করলেন।
অবশেষে তিনি সোনার দুর্গে পৌছালেন এবং সেখান থেকে অমৃত নিয়ে ফিরে আসলেন।
অমৃত খাওয়া মাত্রই রাজা সুস্থ হয়ে উঠলেন। তিনি ইভানের প্রতি বেশ খুশি হলেন এবং তাঁকে সেই রাজ্যের রাজা ঘোষণা করলেন।
শিক্ষা: আমাদের সাহসী হওয়া উচিত