একদা এক বনে এক সিংহ বাস করতো। সে ছিল বনের রাজা। আর বনের অপর প্রান্তে তৃণভোজী এক বন্য গাধা বাস করতো। কি জানি কেমন করে যেন সেই সিংহের সঙ্গে গাধার বন্ধুত্ব হয়ে গেল।
সিংহ ও সেই বুনো গাধা একদিন তাই শিকারে বেরোলো। সিংহ ও গাধা দু’জনেই শিকার করছিল। সিংহ শিকার করছিল গায়ের জোরে, আর গাধা শিকার করছিল পায়ের জোরে দৌড়ে।
এমনি করেই শিকার করতে করতে কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু জন্তু মারল তারা। এবার ভাগের পালা। এ কাজটি সিংহ নিজের হাতে নিল।
সিংহ মরা জন্তুগুলোর মোট তিনটে সমান ভাগ করল৷ ভাগ করার পর বলল-
“আমি বনের রাজা——তাই প্রথম ভাগটা আমিই নিচ্ছি, দ্বিতীয় ভাগটার পাওনা আমার, শিকারে তোমার অংশীদার হিসেবে আর বাদ বাকি যেটা রইল সেটা যদি তুমি নিজে থেকেই ছেড়ে না দাও তাহলে তোমায় মহা বিপদে পড়তে হবে তা আমি আগে থাকতেই তোমায় বলে রাখছি।”
উপদেশ: দুর্বলে এবং বলবানে কোনো যৌথ কাজ চলতে পারে না।