এক বনে এক শান্তিপ্রিয় সিংহ বাস করতো। সে বনের কোনো প্রাণী শিকার করতো না। তবুও বনের প্রাণীরা তাকে ভয় পেতো।
একদিন এক শিয়াল সিংহের গুহার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলো। খেয়াল করলো, সিংহ তাকে শিকার করার জন্য মোটেও বিচলিত হলো না। বরং একইভাবে বসে থাকলো।
অবাক হলো শিয়াল। পরেরদিন শিয়াল সাহস করে সিংহের গুহায় গেলো। দেখলো, সিংহ গুহার ছাদে বসে আসে।
শিয়াল তার সামনের ডান পা সিংহের দিকে বাড়িয়ে বললো, “আমার মনে হয়, তুমি একটা ভালো সিংহ। আমরা কি বন্ধু হতে পারি?”
খুশি হলো সিংহ। সে-ও তার সামনের ডান পা শিয়ালের দিকে এগিয়ে দিয়ে বললো, “হ্যাঁ, অবশ্যই। আমি বেশ শান্তিপ্রিয় একটি সিংহ। তবুও কেনো যে বনের সকলে আমাকে ভয় পায়!”
শিয়াল ও সিংহ হাত মিলিয়ে একে অপরের বন্ধু হয়ে গেলো। তারা সবসময় একসাথে থাকতো।
তাদের বন্ধুত্ব দেখে বনের অন্য প্রাণীরা বুঝতে পারলো, সিংহটি তাদের কোনো ক্ষতি করবে না। তাই তারাও সিংহের সাথে বন্ধুত্ব করলো।
এভাবে আস্তে আস্তে পুরো বন সিংহের বন্ধু হয়ে উঠলো।
শিক্ষা: কারো সাথে না মিশে তার ব্যাপারে মন্তব্য করা ঠিক নয়