এক ছিল ষাঁড়। তার গায়ে ছিল প্রচুর জোর। ইচ্ছেমত যত্রতত্র সে বনে বনে ঘুরে বেড়াত।
সেই বনে থাকত এক সিংহ। সে একদিন ষাঁড়টাকে দূর থেকে দেখে আক্রমণ করল। তখন ষাঁড়টা প্রাণভয়ে ছুটে পালাতে লাগল। ছুটতে ছুটতে একটা গুহার মধ্যে ঢুকে পড়ল। কিন্তু তাহলে কি হবে!
সেই গুহার মধ্যে অনেকগুলি বুনো রামছাগল ছিল। ষাঁড় গুহার ভেতরে ঢুকতেই ঐ বুনো রামছাগলরা ষাঁড়টাকে শিং দিয়ে গুঁতোতে লাগল।
ষাঁড় তখন বাধ্য হয়ে বলল, “তোমরা যেন মনে করো না, তোমাদের ভয়ে আমি তোমাদের শিং-এর গুঁতো সহ্য করছি।
আসলে একটা বিরাট সিংহ গুহার বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে ধরবে বলে। সে যেকোন মুহূর্তে গুহার ভেতরে ঢুকে পড়তে পারে!”
উপদেশ: অধিকতর বলশালীর ভয়ে ভীত ব্যক্তিকে অনেক সময় দুর্বলের অত্যাচার নীরবে সহ্য করতে হয়।