একদিন জনি লেখাপড়ার জন্য অন্য এক শহরে স্থানান্তর হলো। নতুন শহরের নতুন বাসায় সবকিছু গোছগাছ করে জনি বাজার করতে গেলো।
১ ডজন সিদ্ধ ডিম কিনলো সে। দোকানী বুঝতে পারলো জনি এই শহরে নতুন এসেছে। তাই দোকানী তার কাছে ১ ডজন সিদ্ধ ডিমের দাম চাইলো ১০০০ টাকা।
জনিও বুঝতে পারলো দোকানী তাকে ঠকানোর চেষ্টা করছে। তাই সে দোকানীকে কোর্টে নিয়ে গেলো এবং দোকানীর নামে বিচার দিলো।
বিচারক জিজ্ঞাসাবাদ শুরু করলেন। এক পর্যায়ে দোকানী বিচারককে বললো-
“এই ডিমগুলো রেখে দিলে সেগুলো ফুটে বাচ্চা হতো। বাচ্চাগুলো বড় হয়ে মুরগী হতো। সেই মুরগী বাজারে বিক্রি করলে আমার হাজার হাজার টাকা লাভ হতো। তাই আমার মনে হচ্ছে, আমি ঠিক দামই ধরেছি।”
দোকানীর কথা শুনে বিচারক জনিকে এক বাটি আলু সিদ্ধ করে আনতে বললেন। সেই সিদ্ধ আলু দোকানীকে দেখিয়ে বিচারক বললেন-
“জনি, তুমি আজকেই এই আলুগুলো বপন করবে। সেখান থেকে যখন ফসল হবে তখন সেগুলো বিক্রি করে দোকানীকে তার ডিমের দাম পরিশোধ করবে।”
একথা শুনে দোকানী চেঁচিয়ে উঠলো, “সিদ্ধ আলু থেকে আবার ফসল হয় নাকি!?”
বিচারক বললেন, “যদি সিদ্ধ ডিম ফুটে মুরগীর বাচ্চা বের হতে পারে তাহলে সিদ্ধ আলু থেকে ফসল হবেনা কেনো!?”
দোকানী নিজের ভুল বুঝতে পারলো এবং জনির কাছে ক্ষমা চাইলো।
শিক্ষা: লোভ করলে লজ্জায় পড়তে হয়।