সূরা আন-নসর / Surah An-Nasr / النصر

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

إِذَا جَاء نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইযা জা- আনাসুরুল্লাহি ওয়াল ফাতহু

ওয়ারা আইতান্‌না-সা ইয়াদখুলুউনা, ফি দ্বীনিল্লাহি আফওয়া-জা

ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগ ফিরহ্‌; ইন্নাহু কা-না তাও-ওয়া-বা

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়

এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন

তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন; নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে মহান আল্লাহ তায়ালা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন।

মহানবী (সা.) যখন ইসলামের দাওয়াত দেওয়া শেষ করলেন তখন তাঁর পৃথিবীতে থাকার সময় কমে আসলো। এমন সময় মহান আল্লাহ তায়ালা সূরা আন-নসর নাযিল করেন।

এই সূরার মাধ্যমে মহান আল্লাহ তায়ালা বলেছেন যে, পৃথিবীতে থাকার সময় আমাদের যত কমে আসবে তত বেশি আমাদের তসবি পড়তে হবে এবং আল্লাহর প্রশংসা করতে হবে।