بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
ক্বুল হুওয়াল্লাহু আহাদ
বলুন ( হে নবী ), তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়,
اَ۬للَّهُ اَ۬لصَّمَدُ
আল্লাহুস সামাদ
তিনি কারো মুখাপেক্ষী নন,
لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ
লাম্ ইয়ালিদ্ ওয়ালাম্ ইউলাদ্
তিনি কাউকে জন্ম দেননি ; কেউ তাঁকে জন্ম দেননি
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ
আর তাঁর সমতুল্য কেউই নেই।