সূরা আল-ইখলাস / Surah Al-Ikhlas / الْإِخْلَاص

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ

اَ۬للَّهُ اَ۬لصَّمَدُ

لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ

وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ক্বুল হুওয়াল্লাহু আহাদ

আল্লাহুস সামাদ

লাম্ ইয়ালিদ্ ওয়ালাম্ ইউলাদ্

ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

বলুন ( হে নবী ), তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়,

তিনি কারো মুখাপেক্ষী নন,

তিনি কাউকে জন্ম দেননি ; কেউ তাঁকে জন্ম দেননি

আর তাঁর সমতুল্য কেউই নেই।

যারা মূর্তি অথবা প্রাণীর পূজা করে এবং মূর্তি অথবা প্রাণীকে মহান আল্লাহ তায়ালার মতো ক্ষমতাবান মনে করে তাদেরকে মুশরিক বলে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) যখন ইসলাম প্রচার করছিলেন তখন একদল মুশরিক মুহাম্মদ (সা.)-কে জিজ্ঞেস করলেন যে, আল্লাহ কোন বংশের? আল্লাহ কী দিয়ে তৈরি? সোনা, রূপা, লোহা নাকি তামা? আল্লাহ কী খায়? আল্লাহর বংশধর কারা? (নাউজুবিল্লাহ)

এমন সময় মহান আল্লাহ তায়ালা সূরা ইখলাস নাযিল করেন এবং এই সূরার মাধ্যমে মুশরিকদের প্রশ্নের উত্তর দেন।

সূরা ইখলাসের মাধ্যমে মহান আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি ; কেউ তাঁকে জন্ম দেননি। আর তাঁর সমতুল্য কেউই নেই।”