সূরা আল-ফীল / Surah Al-Fil / الزلزلة

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِاَصۡحٰبِ الۡفِیۡلِ

اَلَمۡ یَجۡعَلۡ کَیۡدَہُمۡ فِیۡ تَضۡلِیۡلٍ

وَّ اَرۡسَلَ عَلَیۡہِمۡ طَیۡرًا اَبَابِیۡلَ

تَرۡمِیۡہِمۡ بِحِجَارَۃٍ مِّنۡ سِجِّیۡلٍ

فَجَعَلَہُمۡ کَعَصۡفٍ مَّاۡکُوۡلٍ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল

আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল

ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবা-বীল

তারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল

ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

তুমি কি দেখনি যে, তোমার রব হস্তি অধিপতিদের কীরূপ (পরিণতি) করেছিলেন?

তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?

তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকূল প্রেরণ করেছিলেন –

যারা তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করেছিল

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন।

পৃথিবীতে মহান আল্লাহ তায়ালার একটি ঘর আছে সেই ঘরকে ‘কাবা শরীফ’ বলা হয়।

যেহেতু কাবা শরীফ আল্লাহর ঘর সেহেতু মহান আল্লাহ তায়ালা নিজেই এই ঘরের রক্ষণাবেক্ষণ করেন।

একদিন আবরাহা নামের এক দুষ্ট লোক একদল সৈন্য নিয়ে হাতির পিঠে চড়ে কাবা শরীফ ধ্বংস করতে যাচ্ছিল।

এমন সময় মহান আল্লাহ তায়ালা আবাবীল নামের ছোট্ট পাখিদের বললেন যে, তোমরা মাটির ছোট ছোট দানা নিয়ে আবরাহা ও তার সৈন্যদলের উপর হামলা করো।

ঝাঁকে ঝাঁকে আবাবীল পাখি দুষ্ট আবরাহা ও তার সৈন্যদের উপর মাটির ছোট ছোট দানা ফেলতে লাগলো। উপর থেকে দানাগুলো বৃষ্টির মতো হয়ে আবরাহার দুষ্ট সৈন্যদলের উপর পড়ছিল।

মাটির ছোট ছোট দানাগুলো দুষ্ট আবরাহা ও তার সৈন্যদলের যেখানে যেখানে লাগছিল সেই জায়গাগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল।

এভাবে কাবা শরীফে পৌঁছানোর আগেই আবরাহা-সহ তার পুরো সৈন্যদল নিঃশেষ হয়ে গেলো।

মহান আল্লাহ তায়ালা সূরা আল-ফীল নাযিল করে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও পুরো আরববাসীকে এই ঘটনাটি মনে করিয়ে দিয়েছিলেন।