সূরা আশ-শারহ / Surah Ash-Sharh / الشرح

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ

আলাম নাশরাহলাকা সাদরাক

আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?

وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ

ওয়া ওয়াদা‘না-‘আনকা বিঝরাক

আমি লাঘব করেছি আপনার বোঝা,

الَّذِي أَنقَضَ ظَهْرَكَ

আল্লাযীআনক্বদা জাহরাক

যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ

ওয়া রাফা‘না-লাকা যিকরাক

আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

ফাইন্না মা‘আল ‘উছরি ইউছরা-

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

ইন্না মা‘আল ‘উছরি ইউছরা-

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

فَإِذَا فَرَغْتَ فَانصَبْ

ফাইযা-ফারাগতা ফানসাব

অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।

وَإِلَى رَبِّكَ فَارْغَبْ

ওয়া ইলা- রাব্বিকা ফারগাব

এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।