সূরা কুরাইশ / Surah Quraysh / قُرَيْش

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

لِاِیۡلٰفِ قُرَیۡشٍ

লিঈলা-ফি ক্বুরাইশ।

যেহেতু কুরাইশরা অভ্যস্ত;

إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ

ঈলা-ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ।

অভ্যস্ত শীত ও গ্রীষ্মের সফরে,

فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ

ফালইয়া’বুদূ রাব্বা হাযাল বাইত।

এই ঘরের রবের ইবাদাত তাদের করা উচিত।

الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنُم مِّنْ

আল্লাযী আত্য়ামাহুম মিন্ জু-ইওঁ ওয়া অমানাহুম মিন খাউফ।

যিনি তাদের ক্ষুধামুক্তি দিয়েছেন এবং নিরাপদ রেখেছেন।