একদিন বাতাস বুড়ি সাথে সূর্য মামার ঝগড়া লাগলো। বাতাস বুড়ি সূর্য মামাকে চ্যালেঞ্জ করলো।
বললো, “চলো দেখি, কে বেশি শক্তিশালী। ঐ যে একটা লোক কোট পরে হেঁটে যাচ্ছে, আমাদের মধ্যে যে তার কোট খুলাতে পারবে সে বেশি শক্তিশালী।”
এই বলে বাতাস বুড়ি লোকটার দিকে এগিয়ে গেলো এবং সজোরে তার সামনে বইতে শুরু করলো। কিন্তু কোনো লাভই হলো না।
লোকটি ঠাণ্ডায় কোট তো খুললোই না বরং আরো ভালোভাবে সেটি গায়ে জড়ালো। অবশেষে, হতাশ হয়ে থেমে গেলো বাতাস বুড়ি।
এবার সূর্য মামার পালা। সূর্য মামা মেঘের ভেতর থেকে বেরিয়ে আসলো এবং ধীরে ধীরে উত্তাপ ছড়াতে শুরু করলো। এক সময় গরমে অস্থির হয়ে লোকটা কোট খুলে ফেললো।
এটা দেখে বাতাস বুড়ি বেশ অবাক হলো।
সূর্য মামা বাতাস বুড়িকে বললো, “দেখেছো, নম্রতার সাথে কীভাবে কাজ করা যায়? আমি লোকটির সাথে কঠোর না হয়ে নমনীয় হয়েছি। তাই-ই আমি সফল হতে পারলাম।”
শিক্ষা: নমনীয়তার সাথে কাজ করলে ভালো ফলাফল পাওয়া যায়