এক গ্রামে এক অলস লোক বাস করতো। একদিন তার স্ত্রী তাকে বললো, “আমাদের যে জমি আছে সেখানে গম চাষ করলে অনেক সোনা পাওয়া যাবে।”
একথা শুনে অলস লোকটি বেশ উদ্যমী হয়ে উঠলো এবং গম চাষ করার সিদ্ধান্ত নিলো।
জমিতে গমের চারা রোপন করলো লোকটি। আস্তে আস্তে চারাগুলো বড় হয়ে গম গাছে পরিণত হলো। অলস লোকটি এইবার জমিতে সোনা খুঁজতে গেলো।
কিন্তু জমিতে কোনো সোনা পেলো না সে। পুরো জমি জুড়ে শুধু গম আর গম। হতাশ হয়ে লোকটি বাসায় ফিরে আসলো।
স্ত্রীকে বললো, “তুমি তো বলেছিলে, জমিতে গম চাষ করলে সোনা পাওয়া যাবে। কিন্তু আমি তো জমিতে কোনো সোনা পেলাম না, বৌ।”
স্ত্রী বললো, “আচ্ছা… এইবার আমি তোমাকে ধান দিচ্ছি। তুমি ধান চাষ করে দেখো, এইবার অবশ্যই সোনা পাবে।”
লোকটি স্ত্রীর কথামতো এইবার ধান চাষ করলো। দিন গেলো, আস্তে আস্তে ধানের চারাগুলো বড় বড় সোনালী ধান গাছে পরিণত হলো।
কিন্তু এখনো জমিতে সোনা খুঁজে পেলো না অলস লোকটি। সে বিরক্ত হয়ে তার স্ত্রীকে বললো, “তুমি এইবারো আমাকে বোকা বানালে। জমিতে ধান গাছ ছাড়া আর কিছুই নেই।”
লোকটির স্ত্রী তাকে বললো, “দেখো… জমিটি কী সুন্দর সোনালী সোনালী ধান গাছে ভরে গেছে। এইটাই তো আমাদের সোনা।”
অলস লোকটি জিজ্ঞেস করলো, “কীভাবে?”
স্ত্রী উত্তর দিলো, “এ ধানগুলো বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা আয় করতে পারবো।”
লোকটি বললো, “একথা তুমি আমাকে আগে বললেই পারতে।”
তার স্ত্রী বললো, “তুমি তো অনেক অলস। তাই একটু বুদ্ধি খাঁটিয়ে তোমাকে সোনার ফসলের কথা বলেছি নইলে তুমি ফসল চাষ করতে রাজি হতে না।”
শিক্ষা: পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যায়