একদিন এক পথিক গাছের নিচে খেতে বসলো। এমন সময় এক ভিক্ষুক সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলো।
পথিক তার খাবারের অর্ধেক খাবার ভিক্ষুককে দিলো। পথিকের দয়ায় বেশ খুশি হলো ভিক্ষুক। সে পথিককে একটি গাছ দেখালো এবং সেটি কাটতে বললো।
ভিক্ষুকের কথামতো গাছ কেটে গাছের ভেতরে একটি সোনালী রাজহাঁস পেলো পথিক। রাজহাঁসটি বিক্রির জন্য সরাইখানায় নিয়ে গেলো সে।
সরাইখানার মালিকের মেয়ে রাজহাঁসটি চুরি করতে চাইলো যেনো তার বাবাকে রাজহাঁসটির দাম পরিশোধ করতে না হয়।
কিন্তু রাজহাঁসকে ধরা মাত্রই মেয়েটি মূর্তি হয়ে গেলো। তাকে যারা বাঁচাতে আসলো তারাও মূর্তি হয়ে গেলো।
এভাবে পুরো গ্রামের লোকজন লাইন ধরে মূর্তিতে পরিণত হলো। এটা দেখে রাজকন্যা বেশ মজা পেলো এবং হো হো করে হেসে উঠলো।
বেশ অবাক হলেন রাজা। বহু চেষ্টার পরেও রাজকন্যাকে কেউ কখনো হাসাতে পারেনি কিন্তু পথিকের সোনালী রাজহাঁসের জন্য রাজকন্যা আজ হেসে উঠলো।
রাজা ভাবলেন, পথিকই রাজকন্যার জন্য যোগ্য পাত্র। তাই তিনি রাজকন্যার সাথে পথিকের বিয়ে দিলেন।
শিক্ষা: ভালো কাজ করলে পুরস্কৃত হবেই