স্বজাতির গুণ

একদা কী করে যেন একটি মানুষের সঙ্গে এক সিংহের বন্ধুত্ব হয়ে গেল। একদিন দু’জনে পথ চলছিল। আর দু’জনেই নিজেদের আত্মগৌরবের কথা, শক্তির কথা হাট করে বলছিল।

কেউই কম যায় না। কেউই ছোট হতে রাজি নয়৷

বেশ কিছুদূর যাবার পর রাস্তার ধারে দেখা গেল একখানা চৌকো পাথর আর তার উপর একটা পাথরের মূর্তি।

মূর্তিটি হল মহাবলশালী একটা লোক দুর্দান্ত একটা সিংহের গলা টিপে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে।

ঐ মূর্তির দিকে সিংহের দৃষ্টি আকর্ষণ করে লোকটা বললো, “এবার নিজের চোখে দেখলে তো—কার গায়ে জোর বেশি?”

লোকটির এই কথা শুনে সিংহ হো হো করে হেসে ফেলল। তারপর হাসি থামিয়ে বললো-

“ভাই হে, সিংহেরা যদি মূর্তি গড়তে পারত তা হ’লে দেখতে মানুষকে মাটিতে ফেলে একটা সিংহ তার বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। কেমন লাগতো তোমার তখন?”

উপদেশ: কিছু বলার আগে ভেবে বলা উচিত।