একদা এক গ্রামে এক কৃষক বাস করতো। তার দুই মেয়ে ছিলো, সেলি ও বেলি। সেলি বেশ চটপটে স্বভাবের ছিলো কিন্তু বেলি অনেক অলস ছিলো।
বাসার সব কাজে সেলি মাকে সাহায্য করতো। অপরদিকে, মাকে সাহায্য করা তো দূরেই থাকলো; নিজের কাজটাও ঠিক মতো করতে পারতো না বেলি।
একদিন বেলিকে বাসায় রেখে কৃষক তার স্ত্রী ও সেলিকে নিয়ে পাশের গ্রামে একটি কাজে গেলো। দুপুরের মধ্যেই তাদের ফিরে আসার কথা ছিলো।
কিন্তু কৃষকদের ফিরতে ফিরতে রাত হয়ে গেলো। বাসায় কোনো রান্নাবান্না ছিলো না বলে ক্ষুধায় অনেক কষ্ট পাচ্ছিলো বেলি।
যেহেতু বেলি কখনোই বাসার কাজ করেনি, তাই সে জানতো না কীভাবে রান্না করতে হয়। কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রান্নার সিদ্ধান্ত নিলো বেলি।
রান্না করতে গিয়ে গরম পানি পড়ে বেলির হাত পুড়ে গেলো। এমন সময় বেলির বাবা-মা ও বোন ফিরে এলো। তারা দ্রুত বেলিকে প্রাথমিক চিকিৎসা দিলো।
একটু সুস্থ হওয়ার পর বেলি বললো, “আমি এখন থেকে বাসার সব কাজে মাকে সাহায্য করবো। আমি যদি সব কাজ একা করতে পারতাম তাহলে আজকে আমাকে ক্ষুধাতেও কষ্ট পেতে হতো না, আবার হাতও পুড়তো না।”
বেলির কথা শুনে তার বাসার সবাই অনেক খুশি হলো। সেইদিনের পর থেকে বেলিও সেলির মতো একটি দায়িত্ববান মানুষে পরিণত হলো।
শিক্ষা: অলসতা না করে আমাদের স্বনির্ভর হওয়া উচিত