এক রাতে এক চোর মোল্লা নাসিরুদ্দিন হোজ্জার বাড়িতে ঢুকে মূল্যবান কিছু খুঁজতে লাগল। দুর্ভাগ্যবশত, মোল্লার বাসায় চোরের চুরি করার মতো কিছুই ছিল না।
চোর বাড়ির প্রতিটি কোণা তন্ন তন্ন করে খুঁজল কিন্তু নেওয়ার মতো কিছুই পেল না।
হতাশ হয়ে চোর যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন হোজ্জা, যিনি পুরো ঘটনাটি দেখছিলেন, চোরকে ডেকে বললেন, “এই! খালি হাতে যেয়ো না। তোমার জন্য খারাপ লাগছে।”
অবাক হয়ে চোর ফিরে তাকাল। এমন সময় হোজ্জা তার গায়ের কম্বলটি চোরকে দিয়ে বললেন, “নাও, এটা নাও। বাইরে অনেক ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে তুমি অনেক পরিশ্রম করেছ।”
হোজ্জার উদারতায় খুশি হয়ে চোর কম্বলটি নিয়ে চলে গেল। পরের দিন সকালে হোজ্জার প্রতিবেশীরা তাকে জিজ্ঞেস করল, চোর তার বাসা থেকে কিছু নিয়ে গেছে কি না।
মোল্লা হেসে বললেন, “হ্যাঁ, সে আমার কম্বল নিয়ে গেছে। তবে আমি নিজেই তাকে তা দিয়েছি। কারণ এত পরিশ্রমী ও সৎ চোরকে মোটেও খালি হাতে যেতে দেওয়া উচিত নয়।”
হোজ্জার কথায় প্রতিবেশীরা হেসে উঠল।