হাটে যাব হাটে যাব ঘাটে নেই নাও
নি-ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও।
নিয়ে যা নিয়ে যা কত কড়ি দেবে?
কড়ি নেই কড়া নেই আর কিবা নেবে?
সোনামুখে সোনা হাসি তার কিছু দিও।
হাসিটুকু নিও আর খুশিটুকু নিও।
হাটে যাব হাটে যাব ঘাটে নেই নাও
নি-ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও।
নিয়ে যা নিয়ে যা কত কড়ি দেবে?
কড়ি নেই কড়া নেই আর কিবা নেবে?
সোনামুখে সোনা হাসি তার কিছু দিও।
হাসিটুকু নিও আর খুশিটুকু নিও।