হারিয়ে যাওয়া চাবি

একদিন মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা রাস্তায় হাঁটু গেড়ে কিছু খুঁজছিলেন। এক ব্যক্তি তার পাশে এসে জিজ্ঞেস করলেন, “হোজ্জা, আপনি কী খুঁজছেন?”

হোজ্জা উত্তর দিলেন, “আমার বাড়ির চাবি হারিয়ে ফেলেছি, সেটা খুঁজছি।”

লোকটি সহানুভূতি প্রকাশ করে হোজ্জাকে সাহায্য করতে লাগল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লোকটি জিজ্ঞেস করলেন, “হোজ্জা, আপনি চাবিটা কোথায় হারিয়েছেন?”

হোজ্জা শান্তভাবে বললেন, “আমি চাবিটা ঘরের ভেতরেই হারিয়েছি।”

এ কথা শুনে লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, “তাহলে আপনি বাইরে রাস্তায় খুঁজছেন কেন?”

হোজ্জা মুচকি হেসে বললেন, “কারণ এখানে আলো বেশি আছে।”

লোকটি হতবাক হয়ে হোজ্জার দিকে তাকিয়ে রইল, হোজ্জা তখন তাকে বোঝালেন, “আমরা অনেক সময় সমস্যার সমাধান যেখানে দরকার সেখানে খুঁজিনা, বরং যেখানে খোঁজা সহজ সেখানেই খোঁজার চেষ্টা করি। কিন্তু আসল সমাধান খুঁজে পেতে আমাদের সমস্যার প্রকৃত উৎসে যেতে হয়, সেটা যতই কঠিন হোক না কেন।”

লোকটি হোজ্জার কথা শুনে হেসে উঠল এবং বুঝল যে, এই সহজ কথার মধ্যে হোজ্জা গভীর জীবন-জ্ঞান দিয়েছেন।