সবুজ পাতার খামের ভেতর
হলুদ গাঁদা চিঠি লেখে
কোন্ পাথারের ওপার থেকে
আনল ডেকে হেমন্তকে?
আনল ডেকে মটরশুঁটি,
খেসারি আর কলাই ফুলে
আনল ডেকে কুয়াশাকে
সাঁঝ সকালে নদীর কূলে।
সকাল বেলায় শিশির ভেজা
ঘাসের ওপর চলতে গিয়ে
হাল্কা মধুর শীতের ছোঁয়ায়
শরীর ওঠে শিরশিরিয়ে।
আরও এল সাথে সাথে
নুতন গাছের খেজুর রসে
লোভ দেখিয়ে মিষ্টি পিঠা
মিষ্টি রোদে খেতে বসে।
হেমন্ত তার শিশির ভেজা
আঁচল তলে শিউলি বোঁটায়
চুপে চুপে রং মাখাল
আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়।
মূল ভাব:
সুফিয়া কামালের “হেমন্ত” কবিতায় হেমন্ত ঋতুর অপার সৌন্দর্য, প্রকৃতির রূপবৈচিত্র্য, এবং ঋতুর মিষ্টি আবেশ তুলে ধরা হয়েছে। কবিতায় প্রকৃতি যেন এক প্রেমময় চিঠি পাঠাচ্ছে, যেখানে সবুজ পাতা, হলুদ গাঁদা, শিশির ভেজা ঘাস, কুয়াশা, মটরশুঁটি, খেসারি, কলাই ফুল—সব মিলিয়ে হেমন্তের অনুপম সৌন্দর্য চিত্রিত হয়েছে।
কবি হেমন্তের মাধ্যমে কেবল ঋতুর রূপ নয়, বরং প্রকৃতির স্নিগ্ধতার সঙ্গে মানুষের অনুভূতির সংযোগও প্রকাশ করেছেন। শিশির ভেজা মৃদু শীত, খেজুর রস, পিঠা-পায়েস খাওয়া, এবং প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্য আমাদের জীবনে শান্তি এবং আনন্দের বার্তা বয়ে আনে।
“হেমন্ত” প্রকৃতির অপরূপ শোভা ও ঋতুচক্রের সঙ্গে মানুষের অনুভূতির এক মেলবন্ধন। এটি একটি ঋতুভিত্তিক কবিতা যা বাংলার মাটি ও সংস্কৃতির ঘ্রাণ বহন করে।