একদিন দুইটি বিড়াল খেলতে খেলতে দুই টুকরো রুটি পেলো। রুটির টুকরো দুইটির মধ্যে একটি ছিলো বড়, আরেকটি তুলনামূলক ছোট।
বড় টুকরোটি কে নিবে, এই নিয়ে বিড়াল দুইটির মধ্যে ঝগড়া শুরু হলো। এসময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো এক বানর।
বিড়ালদের ঝগড়া করতে দেখে বললো, “তোমরা ঝগড়া করছো কেনো?” ঝগড়ার কারণ জানার পর বানরটি তাদের বললো, “আমি পারবো টুকরো দুইটি সমান সমান করতে।”
বিড়াল দুইটি বেশ খুশি হলো এবং রুটির টুকরো দুইটি বানরকে দিলো।
টুকরো দুইটি সমান সমান করার জন্য বানর বড় টুকরোতে একটি কামড় দিলো এবং টুকরোটি ছোট টুকরোর চেয়েও ছোট হয়ে গেলো।
টুকরো দুইটি সমান করতে সে আবার তুলনামূলক বড় টুকরোতে কামড় দিলো। আবারো একই ঘটনা ঘটলো, ছোট টুকরোটি সাইজে বড় হয়ে গেলো।
এভাবে আস্তে আস্তে বানর দুই টুকরো রুটিই খেয়ে ফেললো। রুটি হারিয়ে বেশ হতাশ হলো বিড়াল দুইটি।
শিক্ষা: নিজেদের ঝগড়া নিজেরাই মিটিয়ে নেওয়া উচিত