একটি লোভী কুকুরের গল্প

একদিন এক লোভী কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো। হাঁটতে হাঁটতে সে একটি হাড্ডি দেখতে পেলো। দ্রুত সেটি নিয়ে নির্জন এক জায়গায় পালিয়ে যেতে লাগলো কুকুরটি।

নির্জন জায়গায় যাওয়ার জন্য তাকে একটি ব্রিজ পার হতে হলো। ব্রিজের উপর দিয়ে যেতে যেতে সে নদীতে নিজের প্রতিচ্ছবি দেখতে পেলো।

নিজের প্রতিচ্ছবি দেখে লোভী কুকুর ভাবলো, অন্য একটি কুকুরও হাড্ডি নিয়ে নির্জন কোথাও যাচ্ছে।

“ঐ কুকুরের হাড্ডিটা যদি আমি ছিনিয়ে নিতে পারি তাহলে আমার ২টি হাড্ডি হয়ে যাবে।”, মনে মনে বললো সে।

প্রতিচ্ছবির কাছ থেকে হাড্ডিটি নেওয়ার জন্য লোভী কুকুর ঘেউঘেউ করতে শুরু করলো এবং তার মুখ থেকে হাড্ডিটি নদীতে পড়ে গেলো।

অনেক খোঁজাখুঁজির পরেও হাড্ডিটি আর ফিরে পেলো না লোভী কুকুর। অবশেষে সে নিজের ভুল বুঝতে পারলো।

শিক্ষা: লোভের ফল ভালো হয় না