এক কল্পনাপ্রবণ লোকের গল্প

একদা এক অলস লোক দুধ ভর্তি একটি পাত্র পাশে রেখে কল্পনা করতে লাগলো-

“এই দুধ দিয়ে আমি দই বানাবো। সেই দই বাজারে বিক্রি করে আরো অনেক দই কিনবো। কেনা দইগুলো দিয়ে মাখন বানাবো।

সেই মাখন বিক্রি করে আমি অনেক টাকা আয় করবো। মাখন বিক্রির টাকা দিয়ে একটি হাতি কিনবো।

হাতিটি বিক্রি করে আমি অনেকগুলো সোনার অলংকার কিনবো। এরপর আমি এক ধনীর মেয়েকে বিয়ে করবো।

আমাদের একটি ছেলে হবে। কিন্তু ছেলেটা যদি অনেক দুষ্টু হয়! যদি সে আমার কথা না শুনে তাহলে কী হবে!”

কল্পনায় লোকটি এতই বিভোর হয়ে গেছিলো যে, বাস্তব জগৎ সম্পর্কে তার কোনো হুঁশই ছিলোনা।

পা নাড়াতে নাড়াতে লোকটি ভাবতে লাগলো, ভবিষ্যৎ ছেলেকে কীভাবে ভালো শিক্ষা দেওয়া যায়। হঠাৎ পায়ে লেগে পাত্রের সব দুধ তার গায়ে পড়ে গেলো।

স্তম্বিত ফিরে পেলো লোকটি এবং অনুধাবন করলো, সে এতক্ষণ কল্পরাজ্যে বসবাস করছিলো।

শিক্ষা: স্বপ্নপূরণ করতে হলে পরিশ্রম করতে হয়