প্রতিদিনের মতো সেদিনও রক্ত খাওয়ার জন্য উড়ে বেড়াচ্ছিলো এক মশা। পথে বাধা হলো একটি ছারপোকা পরিবার।
বাবা ছারপোকার উদ্দেশ্যে মশা বললো, “জনাব, আপনারা কি আমাকে একটু জায়গা দিবেন? আমি রাজার রক্ত খাবো।”
বাবা ছারপোকা বললো, “রাজার রক্ত এখন খেয়ো না। উনি এখনো হালকা ঘুমে আছেন। এখন তাঁর রক্ত খেলে তোমার বিপদ হতে পারে। রাজার ঘুম গভীর হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো।”
মশা বললো, “ঠিক আছে।”
মধ্যরাতে রাজা যখন গভীর ঘুমে মগ্ন তখন ছারপোকা পরিবার রাজার রক্ত খেতে গেলো। ঠিক একইসময় মশাটি উড়ে এসে রাজার রক্ত খেতে লাগলো।
মশার কামড়ে ঘুম ভেঙে গেলো রাজার। মহারাজ চিৎকার করে মন্ত্রীকে ডাকলেন। বললেন, “মন্ত্রী, আমার কক্ষে পোকামাকড় এলো কীভাবে!?”
রাজার ঘরের পোকামাকড় দূর করতে দ্রুত পোকামাকড় মারা ঔষধ নিয়ে আসলো মন্ত্রী এবং ছিটিয়ে দিলো পুরো ঘরে। ততক্ষণে মশাটি রাজার ঘর থেকে পালিয়ে গেলো।
পোকামাকড় মারা ঔষধে মারা গেলো ছারপোকা পরিবার।
শিক্ষা: অপরিচিত কাউকে বিশ্বাস করতে নেই