You are currently viewing blog-single.phpএকটি সত্যবাদী হরিণের গল্প

একটি সত্যবাদী হরিণের গল্প

একদিন এক সত্যবাদী হরিণ নদীর ধারে পানি খাচ্ছিলো। এমন সময় এক শিকারি তির-ধনুক তাক করে তাকে আক্রমণ করলো।

তির দেখে বেশ ভয়ে পেলো হরিণ। সে শিকারিকে বললো, “জনাব, দয়া করে আমাকে এখনই মারবেন না। আমাকে একটু সময় দিন, আমি আমার পরিবারের সাথে দেখা করে ফিরে আসছি। তারপর আমাকে শিকার করেন।”

শিকারি সত্যবাদী হরিণকে যেতে দিলো। হরিণ বাসায় গিয়ে তার পরিবারকে সব খুলে বললো। একথা শুনে তার স্ত্রী ও বাচ্চাকাচ্চারা কাঁদতে শুরু করলো।

কিছুক্ষণ পরে হরিণটি শিকারির কাছে ফিরে আসলো। সাথে তার পুরো পরিবারও এসেছে। তারা শিকারিকে বললো, “আমাদেরকেও শিকার করো। আমরা ওকে ছাড়া থাকতে পারবো না।”

হরিণ পরিবারের এমন ভালোবাসা দেখে শিকারি বেশ আবেগাপ্লুত হয়ে পড়লো। সেইসাথে নিজের ভুল বুঝতে পারলো।

শিকারি হরিণ পরিবারকে বললো, “আমি আর কখনো কোনো প্রাণী শিকার করবো না।”

শিক্ষা: অন্যের বিশ্বাস রক্ষা করলে পুরস্কার পাওয়া যায়