এক গ্রামে দুই বিড়াল বাস করতো। একজন ছিলো মোটা, আরেকজন পাতলা। একদিন পাতলা বিড়াল মোটা বিড়ালকে বললো, “তুমি কোথায় এত খাবার পাও?”
“প্রতিরাতে আমি রাজপ্রাসাদে যাই এবং রাজার টেবিলের নিচে বসে থাকি। রাজার খাওয়া শেষে সুযোগ বুঝে পটাপট টেবিল থেকে খাবার নিয়ে খেয়ে নেই।”, মোটা বিড়াল উত্তর দিলো।
“বাহ! তুমি কি আমাকে একদিন সাথে নিয়ে যাবে? আমিও রাজপ্রাসাদের খাবার খেতে চাই।”, পাতলা বিড়াল মোটা বিড়ালকে অনুরোধ করলো।
মোটা বিড়াল রাজি হলো। পাতলা বিড়ালকে সাথে নিয়ে রাজপ্রাসাদে খাবার খেতে যাচ্ছিলো মোটা বিড়াল। এমন সময় এক বিড়াল দৌড়াতে দৌড়াতে তাদের কাছে আসলো।
হাঁপাতে হাঁপাতে বিড়ালটি তাদের জানালো, মহারাজ তাঁর খাবার টেবিলের নিচে লুকিয়ে থাকা বিড়ালকে ধরার জন্য মন্ত্রীকে আদেশ দিয়েছেন।
একথা শুনে মোটা বিড়াল পাতলা বিড়ালকে বললো, “ধরা পড়লে বিপদ হবে। তাই আজকে আমাদের রাজপ্রাসাদে খেতে যাওয়া ঠিক হবেনা।”
কিন্তু পাতলা বিড়াল রাজপ্রাসাদের খাবার খাওয়ার লোভ সামলাতে পারলো না এবং একাই প্রাসাদের দিকে এগিয়ে গেলো।
পাতলা বিড়ালকে রাজার খাবার ঘরের দিকে যেতে দেখে মন্ত্রী ভাবলো, সে-ই প্রতিরাতে রাজার টেবিলের নিচে লুকিয়ে থাকে। তাই পাতলা বিড়ালকে ধরে কারাগারে বন্দী করে দিলো।
শিক্ষা: নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত