একটি সিংহ ও একটি গাধার গল্প

একদিন সিংহ মহারাজ মন্ত্রী শিয়ালকে বললো, “আমার জন্য খাবার নিয়ে আসো।” সিংহ মহারাজের খাবার খুঁজতে খুঁজতে সে একটি গাধাকে দেখতে পেলো।

গাধার কাছে গিয়ে শিয়াল বললো, “বন্ধু, আজ রাতে মহারাজ তোমার জন্য বিশেষ একটি দাওয়াতের আয়োজন করেছেন। তাই আমি তোমাকে নিতে এসেছি।”

শিয়ালের কথা অকপটে বিশ্বাস করলো গাধা এবং তার সাথে সিংহের কাছে গেলো। খাবার পেয়ে খুশিতে হুংকার দিলো সিংহ। হুংকারে ভয় পেয়ে গাধা সেখান থেকে পালিয়ে গেলো।

সিংহ অনেক রেগে গেলো। শিয়ালকে বললো, “এখনই গাধাটাকে ধরে নিয়ে আসো। আমি একদমই ক্ষুধা সহ্য করতে পারছি না।”

শিয়াল আবার গাধার কাছে গেলো এবং তাকে বুঝিয়ে শুনিয়ে সিংহের কাছে নিয়ে আসলো। সিংহ গাধার ঘাড় মটকে মজা করে তাকে খেতে লাগলো। সুযোগ বুঝে শিয়াল গাধার মগজ চুরি করে নিলো।

প্রায় পুরো গাধা খাওয়া শেষে সিংহ খেয়াল করলো, গাধার মগজ নেই। রেগে সিংহ চিৎকার করলো, “শিয়াল… এই শিয়াল, গাধার মগজ কোথায়?”

“হুজুর, গাধার তো মগজ থাকে না।”, শিয়াল বললো। একথা শুনে সিংহ মহারাজ আরো রেগে গেলো। বললো, “কীসব আবোল তাবোল কথা বলছো!?”

“গাধার যদি মগজ থাকতো তাহলে কি সে আমার কথা শুনে আপনার কাছে আসতো?”, চালাক শিয়াল সিংহ মহারাজকে বললো।

আসলেই তো! গাধার মগজ থাকলে তো তার মাথায় একটু বুদ্ধিও থাকতো, ভাবলো সিংহ এবং শিয়ালকে বললো, “আচ্ছা, ঠিক আছে। তুমি যাও।”

শিয়াল নিজের ঘরে ফিরে গেলো এবং লুকিয়ে রাখা গাধার মগজটি মজা করে খেতে লাগলো।

শিক্ষা: সবসময় বুদ্ধি খাঁটিয়ে কাজ করা উচিত