একদা সিংহ মহারাজের জন্মদিন উপলক্ষ্যে বনে বেশ বড়সর একটি আয়োজন করা হলো। জন্মদিনের অনুষ্ঠানে আসা সকল প্রাণী বানরকে নাচ করার জন্য অনুরোধ করলো।
বনের প্রাণীদের এমন আবদারে বানর বেশ খুশি হলো এবং একটার পর একটা নাচ করতে লাগলো।
বানরের নাচ দেখে বাকি প্রাণীরা জোরে জোরে হাততালি দিতে লাগলো। সেইসাথে বানরের অনেক প্রশংসা করতে শুরু করলো।
বানরের এমন প্রশংসা শুনে উটের মনে হিংসা জাগলো। প্রশংসা পাওয়ার জন্য সামনের দুই পা তুলে সেও নাচতে শুরু করলো।
নাচের তালে তালে উট যখন সামনের পা দুইটি নাচাচ্ছিলো তখন তার পায়ে অন্য প্রাণীদের আঘাত লাগছিলো। তাই তারা বেশ বিরক্ত হলো এবং ধমক দিয়ে উটকে থামতে বললো।
হতাশ হয়ে উট বাসায় ফিরে গেলো।
শিক্ষা: কখনো অন্যকে অনুকরণ করবে না