একদা বনের রাজা সিংহ তার দলবল নিয়ে যুদ্ধে গেলো। যুদ্ধ চলাকালীন সময় মন্ত্রী তাকে বললো, “খরগোশ আর গাধাকে অযথায় যুদ্ধে নিয়ে আসা হয়েছে, মহারাজ। ওরা কোনোই কাজের না।”
কিন্তু সিংহ মহারাজ প্রতিটি পশুর মধ্যেই কিছু না কিছু গুণাবলী দেখতে পেতেন। তিনি মনে করতেন, এই গুণাবলীগুলো কাজে লাগিয়ে সকলে একসাথে যুদ্ধ করলে জয় লাভ করা সম্ভব।
তাই মন্ত্রীর কথা শুনে সিংহ মহারাজ বললেন, “খরগোশকে শত্রুর ডেরার কাছে পাঠিয়ে দাও। শত্রুরা কখন, কোনদিক দিয়ে আক্রমণ করছে এই তথ্য খরগোশ দ্রুত নিয়ে আসবে আমাদের কাছে। আর গাধাকে ভেঁপু বাজানোর দায়িত্ব দাও। ভেঁপু বাজিয়ে শত্রু পক্ষের আক্রমণের খবর সে আর্মিদের জানাবে।”
মন্ত্রী বুঝতে পারলো কোনো প্রাণীই অকর্মা নয় এবং একত্রে যুদ্ধ করে তারা জয় লাভ করলো।
শিক্ষা: একসাথে কাজ করলে জয় আসবেই