এক গাছে একদল পেঁচা ও একদল কাক বাস করতো। এক নিশ্চুপ রাতে হঠাৎ তাদের মধ্যে ঝগড়া লাগলো।
পেঁচার দল “ঘূৎকার! ঘূৎকার!!” করে চিৎকার করতে লাগলো। কাক দলও তাদের সাথে পাল্লা দিয়ে “কাকা! কাকা!!” করতে লাগলো।
পেঁচারা কাকদের অভিযোগ করলো, “তোমাদের কর্কশ ডাক দিনে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটায়।”
কাকও পাল্টা উত্তর দিলো, “তোমরাও তো মধুর সুরে ডাকো না। তোমাদের একাধার ঘূৎকারে আমাদেরও ঘুম আসেনা।”
ঝগড়ার এই পর্যায়ে এক বয়স্ক পেঁচা একটি সমাধান নিয়ে আসলো। পেঁচাটি বললো, “অকারণ ঝগড়ার কোনো মানে হয় না। আমরা যদি আলাদা আলাদা গাছে নিজেদের বাসা বানায় তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না।”
সকলে তার কথায় সম্মতি জানালো এবং কাক দল ও পেঁচা দল আলাদা গাছে আরামে বসবাস করতে লাগলো।
শিক্ষা: একে অপরকে সম্মান করলে অনেক সমস্যায় সহজ হয়ে যায়