একদিন সকালে এক মুচি ঘুম থেকে উঠে দেখলো, তার টেবিলে এক জোড়া নতুন জুতা রাখা আছে।
মুচি তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, “এই… এই জুতা জোড়া কি তুমি তৈরি করেছো?” স্ত্রী উত্তর দিলো, “না, আমি তৈরি করিনি। আমি তো ভাবছিলাম জুতা জোড়া তুমি তৈরি করেছো।”
জুতা জোড়া কে বানিয়েছে জানার জন্য মুচি রাতে সেগুলো লুকিয়ে রাখলো এবং ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকলো।
রাত যখন গভীর হলো তখন দেখলো, রঙচঙা পোশাক পরা দুই বামন তাদের বাসায় এসে জুতা বানাচ্ছে। এই দৃশ্য দেখে মুচি বেশ আবেগাপ্লুত হয়ে পড়লো।
উঠে এসে বামনদের ধন্যবাদ জানালো এবং তাদেরকে কিছু উপহার দিলো।
শিক্ষা: ভালো কাজ করলে উপহার পাওয়া যায়