শিয়াল ও মোরগের গল্প

একদিন এক শিয়াল খাবারের সন্ধান করছিলো। এমন সময় সে একটি মোরগকে দেখতে পেলো। খাওয়ার জন্য মোরগটিকে ধরতে চেষ্টা করলো সে।

শিয়ালের আক্রমণ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে একটি গাছের ডালে গিয়ে বসলো মোরগ।

শিয়াল মোরগটিকে বললো, “বন্ধু, তুমি আমাকে দেখে পালিয়ে গেলে!! আমি তো শুধু তোমাকে একটু জড়িয়ে ধরতে চেয়েছিলাম।”

মোরগ বললো, “মোটেই না। তুমি আমাকে খাওয়ার জন্য ধরতে আসছিলে।”

শিয়াল বললো, “তুমি আমাকে ভুল বুঝছো, বন্ধু। তুমি দেখো না, সব প্রাণীই একে অপরকে জড়িয়ে ধরে? তাই আমিও তোমাকে শুধু জড়িয়েই ধরতে চাচ্ছিলাম।”

“তাই! একটু আগে আমি একটি সিংহের গর্জন শুনলাম। তুমি একবার তাকে জড়িয়ে এসো। তাহলে তুমি আমাকে জড়িয়ে ধরার সুযোগ পাবে।”, একটু বুদ্ধি খাটিয়ে শিয়ালকে বললো মোরগ।

শিয়াল বুঝতে পারলো মোরগ তার চালাকি বুঝে ফেলেছে। তাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেলো।

শিক্ষা: বিপদে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়