একদা এক গ্রামে এক হাতুড়ে ডাক্তার বাস করতো। নিজের চিকিৎসা দক্ষতার ব্যাপারে সবাইকে মিথ্যা বলতো সে। তাই গ্রামের সকলে ভাবতো সে বেশ ভালো চিকিৎসা করে।
একদিন হাতুড়ে ডাক্তারের দক্ষতা যাচাই করতে রাজা তাকে ডেকে পাঠালেন।
রাজা হাতুড়ে ডাক্তারকে বললেন, “চিকিৎসার মাধ্যমে আমার গাধাটাকে পেঁচার মতো বুদ্ধিমান বানাতে হবে। পারবে?”
হাতুড়ে ডাক্তার উত্তর দিলো, “পারবো, মহারাজ।” পেঁচার মতো বুদ্ধিমান বানাতে গাধাকে এক বোতল ঔষধ খাওয়ালো হাতুড়ে ডাক্তার। কিন্তু কোনো লাভ হলো না।
এবারে হাতুড়ে ডাক্তার গাধাকে আরো কয়েকটি ঔষধ খাওয়ালো, তবুও কোনো লাভ হলো না।
রাজা বুঝতে পারলেন হাতুড়ে ডাক্তার এতদিন তার দক্ষতা নিয়ে মিথ্যা কথা বলেছে, আসলে সে কিছুই পারেনা। তিনি হাতুড়ে ডাক্তারকে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
হাতুড়ে ডাক্তার হাত জোড় করে রাজার কাছে ক্ষমা চাইলো। মহারাজ বললেন, “এক শর্তে ক্ষমা করবো যদি তুমি আর কোনোদিন মিথ্যা কথা না বলো।”
হাতুড়ে ডাক্তার রাজাকে কথা দিলো সে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। এরপরে হাতুড়ে ডাক্তার আর কোনোদিন মিথ্যা কথা বলেনি।
শিক্ষা: মিথ্যা কথা বলতে হয়না