একদা এক অভিনেতার দুইটি বিড়াল ছিলো। একটি বিড়াল সাদা, আরেকটি কালো। তাদের ৪টি ছানা ছিলো যারা সারাক্ষণ পুরো বাড়ি জুড়ে ঘুরে বেড়াতো।
একদিন বিড়াল ছানাগুলো একটি মুখোশ খুঁজে পেলো। মুখোশটি ছিলো অভিনেতার। একটি বিড়াল ছানা সেই মুখোশটি পরে বাকিদের দেখালো।
অন্য একটি ছানা তাকে বললো, “মুখোশটি পরে তোমাকে খুব সুন্দর লাগছে।” বিড়াল ছানাটি বেশ খুশি হলো এবং মুখোশ পরে তার মা, সাদা বিড়ালকে দেখাতে গেলো।
সাদা বিড়াল তাকে বললো, “অনুমতি ছাড়া অন্যের জিনিস নিতে হয়না, তুমি জানো না? মুখোশটি যেখান থেকে নিয়েছো, এখনই সেখানে রেখে এসো।”
বিড়াল ছানাটি নিজের ভুল বুঝতে পারলো এবং মুখোশটি জায়গামতো রেখে আসলো।
শিক্ষা: অন্যের জিনিস নিতে হয়না