একদিন এক যুবক এক বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। দেখলো, এক বয়স্ক মহিলা বন থেকে অনেকগুলো কাঠ নিয়ে বাসায় ফিরছে।
যুবকের মায়া হলো। সে মহিলাটিকে বললো, “আমাকে দিন। আমি আপনাকে এগুলো বাসায় নিয়ে যেতে সাহায্য করি।” বয়স্ক মহিলা তাকে কাঠগুলো দিলো।
কাঠগুলো ধরে যুবকটি বেশ অবাক হলো। কারণ সেগুলো প্রয়োজনের চেয়ে অনেক ভারী ছিলো। এতই ভারী যে, কোনো বয়স্ক মানুষের পক্ষে সেটা বহন করা মোটেও সম্ভব নয়।
যুবকের সন্দেহ হলো। সে মনে মনে বললো, “বয়স্ক মহিলাটি নিশ্চয় ডাইনি।” তাই কোনো কথা না বলে চুপচাপ মহিলাটিকে অনুসরণ করে তার সাথে যুবকটি তার বাসায় গেলো।
মহিলার বাসায় একটি সুন্দরী মেয়েকে বন্দী দেখলো সে। যুবকের আর বুঝতে বাকি রইলো না, বয়স্ক মহিলাটি আসলেই একটি ডাইনি।
ডাইনিকে সাহায্য করায় ডাইনি তাকে একটি মুক্তা দিলো। বললো, “এটি রাজাকে দিলে তোমার ভাগ্য খুলে যাবে।”
ডাইনির কথামতো সে মুক্তাটি নিয়ে রাজপ্রাসাদে গেলো এবং রাজাকে দেখালো। মুক্তাটি পেয়ে রাজা হাউমাউ করে কেঁদে উঠলেন।
বললেন, “এইটা তো আমার মেয়ে, রাজকন্যা ইরাবতীর চোখের পানি। সে একটি ডাইনির কবলে বন্দী আছে।”
যুবক বললো, “আমি জানি, রাজকন্যা কোথায় বন্দী আছেন।” রাজা তাঁর সৈন্যবাহিনী নিয়ে যুবকের সাথে সেই ডাইনির বাসায় গেলেন।
ডাইনির কবল থেকে রাজকন্যাকে মুক্ত করা হলো এবং যুবকটির সাথে রাজকন্যার বিয়ে হলো।
পরবর্তীতে যুবকটিকে সেই রাজ্যের রাজা ঘোষণা করা হলো।
শিক্ষা: ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যায়