আদিব ও জাদুর পাথর

আদিব, অলি ও রাজু ৩ বন্ধু। একদিন তারা পাশের এক নদীর ধারে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিলো।

নদীর ধারে ঘুরতে গিয়ে অলি বললো, “আমি শুনেছি এই নদীতে একটি অদ্ভুত পাথর পাওয়া যায়। যেই পাথর মানুষকে অদৃশ্য করে দিতে পারে।”

একথা শুনে আদিব বললো, “চলো, পাথরটি খুঁজি।” তারা তিনজন অদ্ভুত পাথরটি খুঁজতে লাগলো।

আশেপাশে যত কালো পাথর পেলো, তারা সব কুড়াতে লাগলো। হঠাৎ অলি ও রাজু খেয়াল করলো আদিবকে পাওয়া যাচ্ছে না।

রাজু বললো, “আমার মনে হচ্ছে আদিব বাসায় চলে গেছে।” কিন্তু আদিব একটি বড় পাথরের পিছে লুকিয়ে ছিলো।

সে এই বড় পাথরটিকেই অদ্ভুত পাথর ভাবছিলো। অদ্ভুত পাথর খুঁজে পাওয়ার আনন্দে খিলখিল করে হাসতে লাগলো আদিব।

হাসতে হাসতে পা পিছলে পাথরসহ নদীতে পড়ে গেলো সে। “বাঁচাও! বাঁচাও!!” বলে চিৎকার করতে লাগলো। কিন্তু অলি, রাজু কেউই তার চিৎকার শুনতে পেলো না।

আদিবকে খুঁজতে খুঁজতে তারা দেখতে পেলো একটি বড় পাথর নদীতে ভেসে বেড়াচ্ছে। তারা বুঝতে পারলো, এই পাথরের নিচে আদিব আটকা পড়েছে।

অলি ও রাজু আদিবকে উদ্ধার করলো। আদিব তাদের কৃতজ্ঞতা জানালো এবং তিনজন একসাথে বাসায় ফিরে আসলো।

শিক্ষা: বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু