একদা এক বনে একটি শিয়াল ও একটি নেকড়ে বাস করতো। তারা একে অপরকে মোটেও পছন্দ করতো না।
নেকড়েটি প্রায়ই কোনো না কোনোভাবে শিয়ালকে বিপদে ফেলতো। একদিন শিয়াল একটি ভেড়া শিকার করলো। ভেড়া নিয়ে বাসায় ফেরার পথে সে সামান্য কেকও পেলো।
এত খাবার নিয়ে শিয়ালকে বাসায় ফিরতে দেখে নেকড়ের বেশ লোভ হলো। সে শিয়ালকে জিজ্ঞেস করলো, “তুমি এগুলো কোথায় পেলে?”
শিয়াল ভাবলো, নেকড়েকে শিক্ষা দেওয়ার এইটাই সুযোগ। তাই পাশের গ্রামের একটি সাধারণ দোকান দেখিয়ে শিয়াল তাকে বললো-
“ঐ যে দোকানটা দেখতে পাচ্ছো, ঐটা একটা জাদুকরী দোকান। ঐ দোকানের সামনে গিয়ে তুমি যদি জোরে জোরে গান গাও তাহলে তুমি যা যা চাও সব পেয়ে যাবে।”
শিয়ালের কথামতো নেকড়ে দোকানটির সামনে গিয়ে গান গাইতে লাগলো। গ্রামের ভেতরে নেকড়ের ডাক শুনে দোকানের মালিক লাঠি নিয়ে তাকে তাড়া করতে লাগলো।
প্রাণ বাঁচাতে নেকড়ে প্রাণপণে বনের দিকে দৌড় দিলো। নেকড়ের এমন অবস্থা দেখে শিয়াল মিটমিট করে হাসতে লাগলো।
শিক্ষা: লোভের পড়ে কোনো সিদ্ধান্ত নিবেনা