অভ্যেসে সব হয়

একদা এক দেশে এক চর্মকার ছিল। তার ছিল একটা চৰ্মশালা। একদা এক বিরাট ধনী সেই চর্মশালার কাছে এসে বিরাট বাড়ি তৈরি করে বাস করতে লাগলেন।

কিন্তু, চামড়ার দুর্গন্ধ তাকে অস্থির করে তুলতে লাগল। কিছুতেই তিনি চামড়ার দুর্গন্ধ সহ্য করতে পারছিলেন না।

তখন বাধ্য হয়ে তিনি চর্মকারকে একদিন ডেকে বললেন, “ওহে, তুমি তোমার চর্মশালাটাকে এখান থেকে দূরে উঠিয়ে নিয়ে যাও।”

চর্মকার উত্তরে কেবলই বলতে লাগল, “হচ্ছে, হবে, দু’দিন সবুর করুন, নেবো, আমি আমার চর্মশালা সরিয়ে নেবো!”

কিছুদিন এমনি চলবার পর আর তাদের এ নিয়ে আর কোনো কথাবার্তা বলতে শোনা যায় নি। ভদ্রলোকের এর মধ্যেই চামড়ার গন্ধ সহ্য করা অভ্যাস হয়ে গেছে।

উপদেশ: অভ্যাসে অনেক অপ্রীতিকর জিনিসই গা-সওয়া হয়ে যায়৷