অসন্তোষ

কথিত আছে, চিলেরা আগে কোকিলের চেয়েও ভাল গান গাইতে পারত। সুন্দর কণ্ঠস্বর, বুলবুলের মত আওয়াজও স্পষ্ট এবং জোরালো ছিল। যত ঝামেলা শুরু হল ঘোড়ার ডাক শুনে।

ঘোড়ার গলার আওয়াজ শুনে দারুণ ঈর্ষা হল তাদের— ঐ রকম বাজখাঁই গলা না হলে কি আর চলে! এই কথা ভেবে তারা ঘোড়ার ডাক অনুকরণ করবার চেষ্টা করতে লাগলো।

কিন্তু চেষ্টা করলেই কি হয়, ঘোড়ার ডাক তো বেরুলোই না গলা দিয়ে বরং মাঝখান থেকে নিজেদেরই যে মিষ্টি গানের গলা ছিল তাও লুপ্ত হল।

উপদেশ: প্রকৃতি যাকে যা দিয়েছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।