আত্মগৌরব

শেয়াল আর বানরের বন্ধুত্ব চোখে পড়ার মতই। দু’জনের যেন গলায় গলায় ভাব, কিন্তু একদিন পথ চলতে চলতে শেয়াল ও বাঁদরের মধ্যে কথা কাটাকাটি শুরু হল।

তর্কের বিষয়টা হচ্ছে—কাদের বংশ বেশি অভিজাত। দু’জনেই নিজেরা নিজেকে নানা কথায় জাহির করতে চাইছিল।

বেশ কিছুদূর যাবার পর পথের ধারে এক জায়গায় কবরখানা দেখে বাঁদর কেমন যেন একটু আর্তনাদ করে উঠল৷

শিয়াল তখন জিজ্ঞাসা করলো, “কি হে, কি হলো তোমার, তুমি অমন করে উঠলে কেন?”

বাঁদর তখন মুচকি হেসে সামনের কয়েকটি কবরের দিকে শিয়ালের দৃষ্টি আকর্ষণ করে বললো, “ঐ দেখো—দেখছো না? আমার পূর্বপুরুষদের আর তাদের ক্রীতদাসদের কবর। দুঃখ লাগবে না আমার?” বাঁদরের চোখে জল।

শিয়াল হো হো করে হেসে বললো, “নিশ্চিন্ত থাক ভায়া, তোমার কথার প্রতিবাদ করতে কেউ আর ওখান থেকে উঠে দাঁড়াবে না!”

উপদেশ: মড়া মুখ খোলে না কখনও।