আদর

একদা এক রাখালের একটা কুকুর ছিল। রাখালটি সারাদিন ভেড়া চরাতো। আর কোনো ভেড়ার মরা বাচ্চা হলে বা কোনো ভেড়া মরো মরো হলে রাখাল ঐ পোষা কুকুরটাকে তা খেতে দিত।

একদিন রাখাল ভেড়াগুলো খোঁয়াড়ে আনবার পর বদমাশ কুকুরটা খোঁয়াড়ে ঢুকে ভেড়াগুলোকে আদর করছিল।

রাখাল এ ব্যাপারটা কৌতূহলের সঙ্গে লক্ষ্য করলো, সে কুকুরটার পেছন থেকে বলে উঠল, “হতভাগা এখানে কী করছিস্? খুব যে আদর দেখানো হচ্ছে! ওরা মরমর হলে তুই খুশি হোস্ তাই না? আমি বলছি তুই মর।

তোর বড় নোলা বেড়েছে। আমার ক্ষতি চাইছিস্! দূর হ এখান থেকে।”

উপদেশ: মন আর মুখে দুইরকম মানুষের সংখ্যাই এখন বেশি দেখা যায়।